শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

জাকাতের টাকা খরচে কেন্দ্রীয় তহবিল করুন

-ড. মোহাম্মদ আবদুল মজিদ

জাকাতের টাকা খরচে কেন্দ্রীয় তহবিল করুন

এবার ঈদের কেনাকাটা ও জাকাতের টাকা ত্রাণ হিসেবে সংগ্রহ করে, তা মানুষকে দিতে সরকারের কাছে একটি কেন্দ্রীয় ত্রাণ তহবিল গঠন করে খরচ করার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেছেন, আমাদের অর্থনীতি আটকে গেছে। গরিব মানুষের জন্য এখন সহায়তা দরকার। এই সহায়তা পেলে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা বেশি উপকৃত হবেন। আবার শুধু দারিদ্র্য নয়, মধ্যবিত্তদেরও সহায়তা দিতে হবে বলে মনে করেন সরকারের সাবেক এই সচিব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, ঈদে প্রায় দেড় লাখ কোটি টাকার কেনাকাটা হয়। যদি ৫০ লাখ কোটি টাকার কেনাকাটাও করা হয়, তাহলেও বাকি এক লাখ কোটি টাকা শপিং থেকে বাঁচিয়ে অভাবী মানুষের ঘরে ত্রাণ পৌঁছানো সম্ভব। এই বিপুল পরিমাণ টাকা ত্রাণ হিসেবে দিলে সাধারণ মানুষ উপকৃত হবেন। আর এই টাকা ত্রাণ হিসেবে দিতে সরকারকে একটি কেন্দ্রীয় ত্রাণ তহবিল গঠন করতে হবে। এ জন্য সরকারেরও একটা কর্মসূচি গ্রহণ করতে হবে।

সাবেক এই সচিব বলেন, মহামারী করোনা যেন যুগ যুগ ধরে মানবতার অবমাননা, বৈষম্য, লোভ-লালসা, মিথ্যাবাদিতা ও অহমিকার যে পাপাচার বিশ্বকে গ্রাস করেছে, তাতে বিশ্বময় একটা প্রবল ঝাঁকুনি দিতেই এসেছে। আসুন আমরা আত্মশুদ্ধি ও অনুশোচনার শিক্ষা নিই। আসুন আমরা শুধু দুই হাতকে নয়, আমাদের বিবেককে বারবার ধৌত করি। তাই চলমান পরিস্থিতিতে মহামারী করোনা মোকাবিলায় উদ্বেগ-উৎকণ্ঠায় ঠাশা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত এবং সমন্বয়হীন কর্মসূচি পালনের নামে  সময় ক্ষেপণের সুযোগ নিই। ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, প্রান্তিক মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সংকট কতদিন স্থায়ী হবে জানা না থাকায় আগামী ছয় মাস কিংবা এক বছরের পরিকল্পনা নিয়ে সরকারকে এগিয়ে যেতে হবে। মধ্যবিত্ত, যারা হাত পাততে পারবে না, অথচ তাদের সাহায্যের প্রয়োজন হতে পারে, তাদের জন্যও সমন্বয়ধর্মী পদক্ষেপ নিতে হবে। কারণ, ব্যক্তি ও বিশ্বঅর্থনীতির জন্য করোনা বড় হুমকি।

সর্বশেষ খবর