শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

অনলাইনে কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক ও কলকাতা প্রতিনিধি

অনলাইনে কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপিত

ঢাকা ও কলকাতায় ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম পরিহারের লক্ষ্যে দিবসটি উদযাপনে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ডিজিটাল পদ্ধতিতে কবিগুরুর জন্মদিনটি উদযাপন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। ‘আমি ভয় করব না, ভয় করব না’ শীর্ষক এক ঘণ্টার বিশেষ অনুষ্ঠান নির্মাণ করে সংস্কৃতি মন্ত্রণালয়। অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে একযোগে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটির শুরুতেই কবিগুরুর ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান বাচিক শিল্পী ডালিয়া আহমেদ। শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এর আগে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় কবির ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ গানটি। অনুষ্ঠানে পরিবেশিত হয় লিয়াকত আলী লাকী নির্দেশিত ও লোক নাট্যদল প্রযোজিত কবির ‘রথযাত্রা’ নাটকটির গুরুত্বপূর্ণ অংশবিশেষ। এরপর ‘বাঙালি সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান’ শীর্ষক কথিকা পাঠ করেন কৃষ্টি হেফাজ। এদিকে, লকডাউনের কারণে কলকাতায় অনলাইনেই পালন করা হলো কবিগুরু জন্মদিন। বিকালে কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেই সংক্ষিপ্ত বক্তব্য রেখে গায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে সুর মেলান মুখ্যমন্ত্রী। করোনার আবহে কবিগুরুর জন্মজয়ন্তীতে ছন্দপতন ঘটেছে শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা মন্দিরে গিয়ে কেবল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীসহ কয়েকজন কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া সকাল থেকেই বিশ্বভারতীর আকাশ বাতাস ছিল ভারাক্রান্ত। রাজ্যজুড়েও বিভিন্ন ক্লাব, সংগঠনের তরফে নমো নমো করে পালন করা হয় কবিগুরুর জন্মদিন।  সোশ্যাল মিডিয়ায় কবিকে শ্রদ্ধা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। গানে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানান টালিউডের শিল্পীরাও। পরে সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও পোস্ট করেন পাওলি দাম, উষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শ্রুতি দাস প্রমুখ।

সর্বশেষ খবর