শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা
কৃষি সংবাদ

গ্রীষ্মকালীন টমেটো লাল বাহাদুর

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

গ্রীষ্মকালীন টমেটো লাল বাহাদুর

গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো লাল বাহাদুর। এ জাতের টমেটোর শুধু নামেই নয়, ফলনেরও রয়েছে বাহাদুরি। এর আকার, রং, উৎপাদন সবকিছুতেই  বাহাদুরি। এমনকি এ জাতের টমেটো চাষ করে বাহাদুরি দেখাচ্ছেন চাষিরাও। চাষিরা জানান, গত এক বছর আগে একটি বেসরকারি বীজ কোম্পানি ‘লাল তীর’ মৌলভীবাজারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ১০ একর করে ৫টি প্রদশর্নী প্লটে এই জাতের টমেটোর পরীক্ষামূলক চাষ করে। তারা বনবেগুনের সঙ্গে গ্রাফটিং করে এ জাত বের করে। তখন কোনো নাম না দিয়ে এ জাতের শুধু একটি সাংকেতিক কোড নম্বর দেওয়া হয়েছিল। পরীক্ষামূলক চাষে ভালো সফলতা আসে। পরে এর বীজ ও চারা উৎপাদন করা হয়। এক বছর পরীক্ষা-নিরীক্ষা করে নাম দেওয়া হয় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো ‘লাল বাহাদুর’। করোনায় সারা দেশ লকডাউন থাকায় সম্প্রতি ওই কোম্পানি শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করে টমেটোর এই নতুন জাতটি অবমুক্ত করে। কোম্পানির ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী জানান, এতদিন দেশে কৃষি গবেষণা কেন্দ্র থেকে বের করা বারি-৪ ও বারি-৮ এই দুই জাতের গ্রীষ্মকালীন টমেটো ছিল। কিন্তু কমলগঞ্জ এলাকার কৃষকদের কথা মাথায় নিয়ে তারা এই গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর জাতটি উদ্ভাবন করেন। বীজ এবং গ্রাফটিং এই দুই পদ্ধতিতেই এই জাতের টমেটো চাষ করা যায়। মে থেকে জুন-জুলাই মাসের মধ্যে জমি তৈরি করে বীজ বপন বা চারা লাগাতে হয়। ৬০ থেকে ৬৫ দিনে গাছে ফল আসে। প্রতি গাছে সাড়ে ছয় থেকে আট কেজি ফল ধরে। আর একরপ্রতি ফলন হয় ১৮ থেকে ২২ টন। এক একর জমি চাষ করতে খরচ হয় প্রায় ১৫ হাজার টাকা। আর খরচ বাদ দিয়ে আয় হবে কম করে ৫০ হাজার টাকা। কমলগজ্ঞের জাইমরাকোনা গ্রামের চাষি কদর মিয়া বলেন, নাম যেমন বাহাদুর এই টমেটোর ফলনেও বাহাদুরি রয়েছে। তার জমিতে একেকটি টমেটো ১৮০ গ্রাম পর্যন্ত ওজনের হয়েছে। একটানা চার মাস ফল ধরেছে। প্রতি গাছে শুরু থেকে শেষ পর্যন্ত ৮ থেকে ১০ কেজি ফল ধরেছে। তিনি সর্বোচ্চ ৯০ টাকা কেজি দরে এই টমেটা বিক্রি করেছেন। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, গ্রীষ্মকালীন হাইব্রিড লাল বাহাদুর টমেটোর জাতটি বারি-৪ ও বারি-৮ থেকেও ভালো মনে হচ্ছে। পরীক্ষামূলক চাষে দেখা গেছে, এই জাতের টমেটোর সাইজ অনেক বড় এবং রং খুব সুন্দর, একেবারে লাল হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা ভালো হবে।

 

সর্বশেষ খবর