রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি বাড়াচ্ছে বৃষ্টি

-এ বি এম আবদুল্লাহ

ঝুঁকি বাড়াচ্ছে বৃষ্টি

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, জুনে দেশে ডেঙ্গুজ্বরের প্রকোপ দেখা দেয়। এর আগে মশার বংশবিস্তারের সময়। এ বছর আগেই বৃষ্টি শুরু হওয়ায় মশার বংশবিস্তারের ক্ষেত্র আরও বাড়াবে। তাই ঝুঁকি কমাতে মশক নিধনে এখনই জোর দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, করোনার মধ্যে ডেঙ্গু শুরু হলে ঝুঁকি আরও বাড়বে। তাই পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দিতে হবে। মশক নিধনে কর্তৃপক্ষকে মাঠে নামতে হবে। গত বছর ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ে। তাই কোনো নির্দিষ্ট এলাকায় মশক নিধন নয়, সমন্বিত মশক নিধন কার্যক্রম নিতে হবে। রাজধানীর যেসব এলাকায় মশার বংশবিস্তার বেশি হয় সেখানে বিশেষ কার্যক্রম নিতে হবে। শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ কিংবা পানি জমতে পারে এমন জায়গা মশার বংশবিস্তারের উৎস। ডা. এ বি এম আবদুল্লাহ আরও বলেন, নির্মাণাধীন ভবনগুলো এখন বন্ধ পড়ে রয়েছে। সেখানে পানি জমতে পারে। বৃষ্টির পানি পেলে সেখানে লার্ভা থেকে মশার বংশবিস্তার আরও দ্রুত হবে। তাই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে এখনই মাঠে মানতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর