রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

বংশবিস্তার রোধের এখনই সময়

-মো. রিদওয়ানউর রহমান

বংশবিস্তার রোধের এখনই সময়

ইউনিভার্সেল মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক মো. রিদওয়ানউর রহমান বলেছেন, ডেঙ্গুজ্বরে গত বছর অনেকে মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়ার প্রকোপও শুরু হয়। এ বছর করোনাভাইরাসের কারণে বাড়তি  সতর্কতা নিতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধের এখনই সময়। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৃষ্টির পানি পেলে মশার লার্ভা ফুটে পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়। শুষ্ক অবস্থায় থাকা ডিমগুলো জমাটবাঁধা পানি পেলে আরও দ্রুত বংশবিস্তার করবে। এ ছাড়া অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেখানে পানি জমার জায়গা থাকলে তা ঝুঁকি বাড়াবে। সিটি করপোরেশনের এখনই মশক নিধনে জোর দিতে হবে। পূর্ণাঙ্গ মশা নিধন করার চেয়ে লার্ভা নিধন করা সহজ। এতে স্বাস্থ্যঝুঁকিও কমবে।

সর্বশেষ খবর