রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হবে

-রিয়াজ মোবারক

ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হবে

ঢাকা শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. রিয়াজ মোবারক বলেছেন, এডিস মশার বংশবিস্তার রোধের এখনই সময়। বৃষ্টি হলে মশার বংশবিস্তার ত্বরান্বিত হবে। একদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, এর মধ্যে ডেঙ্গুজ্বর হানা দিলে বিপদ বাড়বে। ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়বে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ডেঙ্গু মাথা থেকে সরিয়ে রাখা যাবে না। এটা এখন প্রতি বছরই হানা দিচ্ছে। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশুরা হয়তো কিছুটা ঝুঁকিমুক্ত থাকবে। এ ছাড়া বাড়িতে থাকায় সবাই পরিচ্ছন্নতার ব্যাপারেও খেয়াল রাখছে। পরিচ্ছন্নতার বিকল্প নেই। বৃষ্টি আরও বেশি হলে মশার বংশবিস্তার বাড়বে।

ডা. রিয়াজ মোবারক বলেন, সরকারি কার্যক্রম চালু রাখতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা দিয়ে কাজে নামাতে হবে। নয় তো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে সামলানো কঠিন হবে। কারণ আগে থেকে হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হন তাহলে পরিস্থিতি জটিল হয়ে যাবে।

 

সর্বশেষ খবর