রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

কুড়িগ্রামে ত্রাণের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ত্রাণের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে গতকাল ত্রাণের জন্য বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চৌরাস্তায় খাদ্যের দাবিতে গাছের গুঁড়ি ফেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাঁঠালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে গেলে বিক্ষোভকারীরা তাদের ওপর চড়াও হয়ে উপজেলা নির্বাহীর গাড়ি ভাঙচুর করেন।

গতকাল সকাল থেকে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ এ মহাসড়কে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ওই সড়কে রংপুর থেকে আসা ও কুড়িগ্রাম থেকে রংপুরগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের ভোটার আইডি কার্ডের (জাতীয় পরিচয়পত্র) ফটোকপি নেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো খাদ্য সহায়তা পাননি। ফলে এসব অভুক্ত মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছেন। এ বিষয়ে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল জানান, সরকারি বরাদ্দকৃত খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরও ওই এলাকার লোকজন এ অবরোধ করেছে। সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, অবরোধের বিষয়টি জানার পর এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলে তারা আমার ওপর চড়াও হয়। তারা আমার গাড়িতে হামলা করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। এটা খুবই দুঃখজনক।

 

সর্বশেষ খবর