রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় দেড় হাজার ছাড়াল পুলিশের সংক্রমণ

মৃত্যু ৭, ডিএমপিতে আক্রান্ত ৭০৮, সুস্থ ১১০, আইসোলেশনে ৪৬৬, কোয়ারেন্টাইনে ২ হাজার ৮৭০ জন

নিজস্ব প্রতিবেদক

করোনায় দেড় হাজার ছাড়াল পুলিশের সংক্রমণ

পুলিশের দেড় হাজারের বেশি সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তে শীর্ষে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই মধ্যে পুলিশের ছয় সদস্য মারা গেছেন। শতাধিক পুলিশ সদস্য সুস্থ হয়ে বাসায় ফিরলেও কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় তিন হাজার সদস্য। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ রাখছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল পুলিশ সদর দফতর এ তথ্য নিশ্চিত করে জানায়, দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর থেকে গতকাল পর্যন্ত পুলিশের ১ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপিতে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১০ জন। আইসোলেশনে আছেন ৪৬৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৮৭০ জন।

সর্বশেষ খবর