রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে আরও চার বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে ৮ মে যুক্তরাষ্ট্রে আরও চার বাংলাদেশি মারা গেছেন। তাদের একজন থাকতেন বস্টনে এবং অপর তিনজনই নিউইয়র্ক সিটির অধিবাসী ছিলেন। তারা সবাই বয়স্ক ব্যক্তি এবং নানা জটিল রোগে ভুগছিলেন। এমন অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার জানান, ফেনীর সন্তান এবং বস্টনের প্রবাসী মোহাম্মদ শামসুল  হক (৮২) লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার বাড্ডার সন্তান এবং নিউইয়র্কে প্রবাসী মো. নুরুদ্দীন (৬৫) এবং লাশেদা বেগম (৭৫) মারা গেছেন নিউইয়র্কের হাসপাতালে। অপরদিকে চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়া এবং সেক্রেটারি আশরাফ আলী খান লিটন জানান, রাউজান নিবাসী এবং নিউইয়র্কে বসবাসরত আবু তাহের (৮৫) স্থানীয় মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার কোনো প্রবাসীর মৃত্যু সংবাদ না পাওয়ায় কমিউনিটিতে স্বস্তি নেমে এসেছিল। কিন্তু শুক্রবার এই চারজনের মৃত্যু সংবাদ পুনরায় বিষণœতায় আক্রান্ত করেছে গোটা কমিউনিটিকে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১০ বাংলাদেশির প্রাণ ঝরল করোনায়।

সর্বশেষ খবর