সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

ফুটেছে মৌসুমি বাহারি ফুল

রাহাত খান, বরিশাল

ফুটেছে মৌসুমি বাহারি ফুল

প্রকৃতির নিয়মে এবারও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে এবং আনাচে-কানাচে ফুটেছে মৌসুমি বাহারি রঙের ফুল। ডানা মেলেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুলসহ নানা ফুল। কিন্তু এবার যেন মলিন ফুলের সৌন্দর্য। কারণ যাদের জন্য প্রকৃতির এই রূপ সেই মানবজাতি রয়েছে চরম দুর্যোগে। তবে প্রকৃতি তার রঙ্গিন আভা দিয়ে করোনা ম্লান করে দেবে বিশ্বাস সবুজপ্রেমীদের। আর উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, বরিশালের আবহাওয়া কৃষ্ণচূড়া, সোনালু-জারুলের জন্য উপযোগী হওয়ায় পরিকল্পিতভাবে এসব গাছ রোপণ করতে পারলে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভালোবাসার রঙে সুশোভিত হবে পরিবেশ-প্রকৃতি। বরিশাল শেরেবাংলা মেডিকেলের ঠিক পূর্ব পাশের নতুন ভবনে করোনা ইউনিটে মরণঘাতী করোনার সঙ্গে লড়ছেন রোগীরা। মাঝ গেটে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া যে রংয়ের আভা ছড়িয়েছে তা করোনায় মলিন হয়ে গেছে। কারণ শান্তি নেই কারো মনে। অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়তে গিয়ে মনভরে নির্মল বাতাস আর প্রকৃতি উপভোগ করতে পারছে না মানুষ। ভালো লাগুক আর না লাগুক প্রকৃতির নিয়মে এবারও বরিশালে ডানা মেলে সেজেছে মৌসুমি ফুল। ঢাকা-বরিশাল মহাসড়ক, কীর্তনখোলা নদীর তীরবর্তী স্টিমারঘাট, বিএম কলেজ, বান্দ রোড, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ, বটতলা, চৌমাথাসহ বিভিন্ন জায়গায় সৌন্দর্য ছড়িয়েছে মৌসুমি ফুল। বিশেষ করে বঙ্গবন্ধু উদ্যানের পূর্ব পাশে একই স্থানে সারি সারি সোনালু, পশ্চিমে কৃষ্ণচূড়া আর উত্তর কোণে জারুল, পুলিশ লাইনসের পেছনে সদর পশু হাসপাতালের সামনে একই ফ্রেমে দেখা মেলে কৃষ্ণচূড়া, জারুল আর রাধাচূড়ার। এ এক অপরূপ সৌন্দর্যের হাতছানি। উদ্ভিদ বিজ্ঞানী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস বলেন, বরিশালের আবহাওয়া কৃষ্ণচূড়া, সোনালু-জারুলসহ অন্য মৌসুমি ফুলের উপযোগী। পরিকল্পিতভাবে এসব গাছ রোপণ করতে পারলে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভালোবাসার রংয়ে সুশোভিত হবে পরিবেশ-প্রকৃতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর