মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

ব্যবসা-বাণিজ্য চালু না হলে মানুষ দুর্ভিক্ষে মারা যাবে

-এ কে আজাদ

ব্যবসা-বাণিজ্য চালু না হলে মানুষ দুর্ভিক্ষে মারা যাবে

এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ বলেছেন, লকডাউনের কারণে সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য স্থবির। অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বাংলাদেশে দীর্ঘদিন সব ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকলে পরিস্থিতি আরও নাজুক হবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তুলনায় দুর্ভিক্ষে বেশি মানুষ মারা যেতে পারে। তাই ধীরে ধীরে সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনকে এ কে আজাদ বলেন, যে কোনোভাবেই হোক আমাদের লকডাউন ধীরে ধীরে শিথিল করতে হবে। এভাবে সব বন্ধ করে রাখলে সংকট আরও বাড়বে। একদিকে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে বিদেশ থেকে প্রচুর লোক ফিরে আসছে। তারাও আর্থিক সংকটে পড়বে। সবাইকে কাজে যুক্ত করতে না পারলে স্বাভাবিকভাবেই খাদ্য সংকট সৃষ্টি হবে। তিনি বলেন, ইউরোপ আমেরিকায় লকডাউন শিথিল করা হচ্ছে। আমাদের গার্মেন্ট খাতে যেসব অর্ডার বাতিল হয়েছিল সেগুলো এখন ফিরে আসছে। নতুন অর্ডার হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে, অর্ডারও আসবে। তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরতে না পারলে, তারাও আর্থিক সংকটে পড়বে। আগামী দুই মাসের মধ্যে করোনা পরিস্থিতিও উন্নতি হবে। এ ছাড়া কনস্ট্রাকশন খাত, কুটিরশিল্প, ছোট ব্যবসা-প্রতিষ্ঠানগুলোতে দরিদ্র মানুষ কাজ করে। তাদের আর্থিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হলে এগুলো খুলে দিতে হবে। কৃষি খাত সচল রাখতেই হবে। কৃষি খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া।

সর্বশেষ খবর