শিরোনাম
মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন শিথিলে সিদ্ধান্ত নিতে হবে সব স্টেক হোল্ডার নিয়ে

-শামস মাহমুদ

লকডাউন শিথিলে সিদ্ধান্ত নিতে হবে সব স্টেক হোল্ডার নিয়ে

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বলেছেন, সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বৃহৎ প্রতিষ্ঠান কেন্দ্র করে। অর্থনীতি সচল রাখতে হবে। যে কোনো উপায়ে লকডাউন শিথিল করতে হবে। কিন্তু সেটা সবার কথা চিন্তা করে। সব ধরনের ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে শামস মাহমুদ বলেন, আমাদের অর্থনীতিতে শুধু বৃহৎ প্রতিষ্ঠান ভেবে সিদ্ধান্ত নিলে হবে না। একটি বড় শিল্প কারখানায় হয়তো দূরত্ব মেনে কাজ করা সম্ভব। কিন্তু ছোট প্রতিষ্ঠানে সেটা সম্ভব নয়। ঢাকার বড় শপিং মল খোলা যাবে। সেখানে দূরত্ব মেনে দোকান খোলা যেতে পারে। কিন্তু পুরান ঢাকা বা চকবাজারের  দোকানে একই রকম পরিস্থিতি বিবেচনায় নিলে হবে না। সেখানে কীভাবে লকডাউন নীতিমালা মেনে দোকান খোলা রাখা যায় সেটা সংশ্লিষ্ট ব্যবসায়ী বা স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কথা বলতে হবে। অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তে সমন্বয়হীনতা রয়েছে বলে আমার মনে হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন লকডাউন থাকবে না। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে কীভাবে অর্থনীতি সচল করা যায় সেটাও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত সবার সঙ্গে বসে আলোচনা করা। ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা খাদ্যপণ্য আমদানি করে তাদের পণ্য নষ্ট হচ্ছে। সব খাতে ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করতে হবে।

সর্বশেষ খবর