মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

স্কুল ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ!

বান্দরবান প্রতিনিধি

স্কুল ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ!

বান্দরবানে স্কুল ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে স্কুল ভবন নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে  কর্তৃপক্ষ বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়ায় কাজ আপাতত বন্ধ রেখেছে। ভবন নির্মাণের ঠিকাদার আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আলীকদম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন বাঁশ ব্যবহারের কথা স্বীকার করেছেন।  জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে ঠিকাদার লোহার রডের পরিবর্তে  বাঁশ ব্যবহার করেছিল- এমন খবরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রশাসনকে জানায়। অভিযোগ পেয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দেয় । সিএইচটিডিবির উপসহকারী প্রকৌশলী ত্রিদিব কুমার ত্রিপুরা জানান,‘অভিযোগ শুনেই ঘটনাস্থলে গিয়ে দেখলাম বিদ্যালয় ভবনের ড্রপ ওয়াল নির্মাণে বাঁশ ব্যবহার করা হচ্ছিল।’

তিনি বলেন, তৎক্ষণাৎ ড্রপ ওয়ালটি ভেঙে বাঁশ ব্যবহারের জন্য ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। দোষী ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সামা জানান, ‘বহুবার সিএইচটিডিবি কর্তৃপক্ষকে ঠিকাদার লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি জানিয়েছি। তবে তারা দীর্ঘদিন অভিযোগটি গুরুত্ব দেয়নি’।

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর