মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে মহিউদ্দিন পুত্র সালেহীন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত রবিবার রাতে তার নমুনায় পজেটিভ পাওয়া যায়। গত কয়েকদিন ধরে তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। গত ৯ মে তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। গত রবিবার চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে ৩২ বছর বয়সী সালেহীন একজন। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘সালেহীন কিছুদিন ঢাকায় ছিল। ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষা করা হলে শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। আপাতত তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তার জ্বর নেই। তেমন উপসর্গ দেখা না দিলে বাসায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হবে।’ জানা যায়, গত রবিবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২টি নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে গত শনিবার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর ফল জানানো হয় রবিবার রাতে। এতে মোট ৫৩টি নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘বিআইটিআইডিতে শনাক্ত ২২ জনের মধ্যে চট্টগ্রামের ১৪ ও নোয়াখালী জেলার আট জন আছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১১ জন এবং মিরসরাই, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলায় তিন জন আছেন। চট্টগ্রামে গত রবিবার পর্যন্ত ২৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন, মারা গেছেন ১৮ জন।’

সর্বশেষ খবর