বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

আইসোলেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহাপরিচালক নিজেই। ইতিমধ্যে তার পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ডা. আজাদ। যোগাযোগ করা হলে গতকাল তিনি জানান, আপাতত তিনি বাসাতেই রয়েছেন। এ বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্যারের শরীর ভালো নয়। তিনি বাসায় আছেন। বাংলাদেশে এ পর্যন্ত ১৬ হাজার ৬৬০ জন কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্তদের মধ্যে মারা  গেছেন ২৫০ জন। এখন পর্যন্ত ১ হাজারের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এ রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে আইইডিসিআরের কয়েকজন কর্মী কভিড-১৯ আক্রান্ত হওয়ায় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা  ফ্লোরা কোয়ারেন্টাইনে যান।

সর্বশেষ খবর