বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনা উপসর্গে বাসে মৃত্যু, যাত্রীকে রাস্তায় ফেলে গেল চালক

জয়পুরহাট প্রতিনিধি

বাসে মারা যাওয়া এক ব্যক্তিকে করোনা সন্দেহে গতকাল ভোরে জয়পুরহাটের হিচমী নামক স্থানে রাস্তায় ফেলে গিয়েছেন বাস ড্রাইভার। আহাদ পরিবহন নামের বাসটি ঢাকা থেকে হিলির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তায় কয়েক ঘণ্টা পড়ে থাকার পর সকালে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। দুপুরে মৃত ব্যক্তিকে প্রশাসনের সহায়তায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার  হোসেনের ছেলে। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় গার্মেন্টে শ্রমিকের কাজ করা স্ত্রীর সঙ্গে ছিলেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। অসুস্থতার খবরে মৃতের মা সোহাগী বেগম তাকে আনতে যান। গতকাল রাতে তার মা তাকে নিয়ে গ্রামের বাড়ি  ফেরার সময় রাস্তায় বাসেই তার মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রী এবং ড্রাইভার করোনা সন্দেহে মাসহ ছেলের মৃতদেহ বাস থেকে নামিয়ে দিয়ে চলে যান।

সর্বশেষ খবর