বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

করোনাকালে কেমন বাজেট চাই

মহামারী করোনাভাইরাসের ভয়াবহ আঘাত লেগেছে অর্থনীতিতে। ফের মহামন্দার কবলে অর্থনীতি। বিপর্যয় নেমেছে ব্যবসা-বাণিজ্যে। সবচেয়ে দুরবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। অধিকাংশ শিল্পের চাকাও ঘুরছে না। মানুষ এখন কর্মহীন। ছন্দপতন দেখা দিয়েছে অর্থনীতির সূচকে সূচকে। কম-বেশি সবাই বলছেন, প্রবৃদ্ধির পতন হবে। এমন প্রেক্ষাপটে আগামী বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের তিন ব্যবসায়ী নেতা। তাদের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিন রাসেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর