বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

বিলুপ্তপ্রায় বাটাগুর বাস্কা কচ্ছপের ৩৪ বাচ্চা

বাগেরহাট প্রতিনিধি

বিলুপ্তপ্রায় বাটাগুর বাস্কা কচ্ছপের ৩৪ বাচ্চা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এবার বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাস্কা’র ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে। গতকাল সকালে সুন্দরবনের করমজলের কচ্ছপ প্রজনন কেন্দ্রে ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। এ সময় একে একে ফুটে বের হয়  ৩৪টি বাচ্চা। একটি ডিম নষ্ট হয়েছে। সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, গত ১০ মার্চ এ প্রজনন কেন্দ্রের একটি কচ্ছপ ৩৫টি ডিম দেয়। পরে ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় কেন্দ্রের বালুর তৈরি ‘ইনকিউভিশনে’। সেখানে ৬৫ দিন থাকার পর গতকাল সকালে ওই ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে থাকে। এ বছর প্রথম দফায় ৩৫টি ডিম থেকে ৩৪টি হতে বাচ্চা ফুটেছে। এ ছাড়া এ বছরের ২৭ মার্চ অপর আরেকটি কচ্ছপ ২১টি ডিম দিয়েছে। ওই ডিম থেকে আগামী ২৮ মে’র মধ্যে বাচ্চা ফুটে বের হওয়ার কথা রয়েছে। বর্তমানে কচ্ছপ প্রজনন প্রকল্পে ছোট-বড় মিলিয়ে ২৫২টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে চারটি প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী কচ্ছপ দিয়েই বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাস্কা’ প্রকৃতিতে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষায় প্রজনন কার্যক্রম চালু হয়।

সর্বশেষ খবর