বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

সারা দেশে ভার্চুয়াল কোর্টে ১ হাজার ১৩ আসামির জামিন

জামিন হয়নি সংগ্রাম সম্পাদক ও ডিআইজি বজলুর

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল ব্যবস্থায় গতকাল এক দিনে জামিন পেয়েছেন ১ হাজার ১৩ আসামি। এ দিন ১ হাজার ১৮৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে এসব জামিন মঞ্জুর করে আদালতগুলো। এ ছাড়া হাই কোর্টের দুই বেঞ্চে গতকাল নিষ্পত্তি হয়েছে ১১টি আবেদন। গতকাল রাতে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। এদিকে ভার্চুয়াল হাই কোর্টে বেঞ্চেও জামিন আবেদন খারিজ হয়েছে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ ও সাময়িক বরখাস্তকৃত

ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের। শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চ তাদের পৃথক দুই জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, নিম্ন আদালতে জামিন পাওয়া আসামিদের মধ্যে ঢাকা জেলা ও ঢাকা মহানগরে ৯৩ জন, নারায়ণগঞ্জে ৬, গোপালগঞ্জে ১৬ জন, ফরিদপুরে ৮ জন, কিশোরগঞ্জে ৬ জন, রাজবাড়ীতে ১৯ জন, চট্টগ্রামে ৩৭ জন, কক্সবাজারে ১২ জন, কুমিল্লায় ৬ জন, বি.বাড়িয়ায় ১০৭ জন, নোয়াখালীতে ৫৫ জন, ফেনীতে ৯ জন, চাঁদপুরে ৭ জন, রাঙামাটিতে ৩ জন, খাগড়াছড়িতে ১২ জন, রংপুরে ১ জন, কুড়িগ্রামে ৭ জন, নিলফামারীতে ১ জন, লালমনিরহাটে ৪ জন, দিনাজপুরে ৫২ জন, ঠাকুরগাঁওয়ে ২৪ জন, বরিশালে ১২৯ জন, রাজশাহীতে ২ জন, সিরাজগঞ্জে ১৩ জন, খুলনায় ৩৪ জন, কুষ্টিয়ায় ৭২ জন, ঝিনাইদহে ২ জন, মাগুরায় ৫২ জন, নড়াইলে ১৮ জন, সিলেটে ৭০ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৪২ জন, ময়মনসিংহে ২১ জন, শ্রীপুরে ৩৪ জন, নেত্রকোনায় ১৫ জন জামিন পেয়েছেন। 

আবুল আসাদের জামিন আবেদন খারিজ : দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের জামিন চেয়ে করা আবেদন খারিজ করেছে ভার্চুয়াল হাই কোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাই কোর্ট এ আদেশ দেয়। গতকাল আদালতে সংগ্রাম সম্পাদকের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল হোসেনের করা মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

জামিন পায়নি ডিআইজি প্রিজন্স বজলুর : তিন কোটি আট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) বজলুর রশীদকে জামিন দেননি হাই কোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চ জামিন আবেদন খারিজ করে এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মেজবাহুল ইসলাম আসিফ।

সর্বশেষ খবর