বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা
একটি অধ্যায়ের সমাপ্তি

শেষ আর্মেনীয়র মৃত্যু বাংলাদেশে

প্রতিদিন ডেস্ক

শেষ আর্মেনীয়র মৃত্যু বাংলাদেশে

বাংলাদেশের শেষ আর্মেনীয় মাইকেল জোসেফ মার্টিন ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে ৩০০ বছরের বেশি সময় পর এককালের প্রতাপশালী সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের উপস্থিতি এ দেশ থেকে বিলুপ্ত হয়ে গেল। মাইকেল জোসেফ মার্টিন ব্যবসায়ী বাবাকে অনুসরণ করে ১৯৪২ সালে বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন। এর এক দশক আগেই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তার বাবা। ঢাকায় আর্মেনীয় সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ছিল আর্মেনিয়ান চার্চ অব দ্য হোলি রিসারেকশন। ১৭৮১ সালে প্রতিষ্ঠিত সেই চার্চের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন মাইকেল জোসেফ মার্টিন। তিনি চার্চপ্রাঙ্গণের বাড়িতে একাই থাকতেন এবং চার্চে অবস্থিত সমাধি ক্ষেত্রের দেখাশোনা করতেন। এখানে মোট ৪০০ জনের সমাধি রয়েছে। এ সমাধি ক্ষেত্রে সমাহিত করা হয়েছিল তার স্ত্রীকেও, যিনি মারা যান ২০০৬ সালে। এ ছাড়া এখনে মাইকেল জোসেফ মার্টিনের অনেক পূর্বপুরুষও সমাহিত আছেন। তাই সমাধি ক্ষেত্র দিয়ে হাঁটার সময় আবেগাপ্লুত হয়ে পড়তেন তিনি। মাইকেল জোসেফ মার্টিন ১১ এপ্রিল মারা যান বলে নিশ্চিত করেছেন চার্চটির ওয়ার্ডেন আর্মেন আর্সলিয়ান। প্রতি দু-তিন মাস পর বাংলাদেশে আসেন চার্চটির ওয়ার্ডেন। অবশ্য মাইকেল জোসেফ মার্টিনের মৃত্যু হলেও বাংলাদেশে আর্মেনীয় যুগের শেষ না-ও হতে পারে। সে আশার বাণী শুনিয়ে গেছেন মার্টিন নিজেই। তার মৃত্যুর পর কে চার্চটির দায়িত্ব নেবেন তা নিয়ে চিন্তিত ছিলেন মার্টিন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, হয়তো কানাডা থেকে তার তিন মেয়ের কেউ এসে চার্চটির দায়িত্ব নিতেও পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর