শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জ্বর-সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা গোপালগঞ্জ, বাগেরহাট, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতদের কেউ দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কেউ মারা গেছেন বাড়িতেই। সর্দি-কাশি-জ্বর, শ্বাসকষ্টে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় অনেকেরই করোনা পজিটিভ আসছে। অনেকের আসছে নেগেটিভ। বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের আড়ুয়া কংশুর গ্রামে গতকাল করোনার উপসর্গ নিয়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৫ মে মা-বাবার সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যায় শিশুটি। স্বাস্থ্য বিভাগ শিশুটির নমুনা সংগ্রহ করেছে। বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামে করোনা উপসর্গ নিয়ে গতকাল এক নারীর (৪৮) মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। স্বাস্থ্য বিভাগ ওই নারীর নমুনা সংগ্রহ করেছে। মৃতের বাড়িটি লকডাউন করে বাড়ির মুখে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চান মিয়া পাটোয়ারী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ থেকে ফেরা ওই ব্যক্তি এক দিনের মাথায় গতকাল নিজ বাড়িতে মারা যান। নমুনা সংগ্রহের পর তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনার উপসর্গ নিয়ে এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। উপজেলার শিবপুর ইউপি স্বাস্থ্য সহকারী কামরুন্নাহার রিনা গত বুধবার রাত বারোটার দিকে প্রচ- জ্বর, ঠা-া ও কাশি নিয়ে মৃত্যুবরণ করেন। করোনা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর