শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চায় পোশাকশিল্প

মহামারী করোনাভাইরাসের ভয়াবহ আঘাত ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে চান দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক ও বস্ত্র শিল্প মালিকরা। এরই মধ্যে বেশকিছু ক্রেতা পোশাকপণ্যের ক্রয়াদেশ বাতিল করেছেন। কেউ কেউ সে বাতিলাদেশ স্থগিতও করেছেন। এমন পরিস্থিতিতে আগামী বছর অর্ডার কমে যাবে। তবু করোনা সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সরকারের কাছে কিছু নীতিসহায়তা ও তহবিল চেয়েছেন পোশাকশিল্পের শীর্ষ নেতারা। তাদের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক- রুহুল আমিন রাসেল

সর্বশেষ খবর