শিরোনাম
শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

পোশাক বিক্রিতে প্রয়োজন ভার্চুয়াল মার্কেটপ্লেস

-ড. রুবানা হক

পোশাক বিক্রিতে প্রয়োজন ভার্চুয়াল মার্কেটপ্লেস

মহামারী করোনাভাইরাসের আঘাতে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর পণ্য সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রির জন্য বাংলাদেশের নিজস্ব ভার্চুয়াল মার্কেটপ্লেসের প্রয়োজন বলে মনে করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। তিনি বলেছেন, পোশাকপণ্যের আন্তর্জাতিক ক্রেতারা ৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানির ক্রয়াদেশ বাতিল করেছেন, যা দেশের কারখানাগুলোয় তৈরি পণ্য বা কাঁচামাল ইত্যাদি বিভিন্ন অবস্থায় পড়ে আছে। এসব পণ্য বর্তমান অবস্থায় শুধু অনলাইনে ভোক্তা পর্যায়ে বিক্রির মাধ্যমে এই স্টকের সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে পোশাকশিল্পের প্রতিযোগিতা-সক্ষমতা ধরে রাখতে বিশেষ সহায়তা প্রয়োজন। এর মধ্যে রয়েছে- রপ্তানি হওয়া পণ্যমূল্যের ডলারপ্রতি অতিরিক্ত ৫ টাকা বিনিময় হার প্রদান, বিদেশি উৎস থেকে ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, ইউটিলিটিস পরিষেবাসমূহের ভর্তুকি-মূল্য নির্ধারণ।

তিনি চলমান সংকট উত্তরণে আগামী বাজেটে সরকারের কাছে কিছু গুচ্ছ সুবিধা চেয়ে বলেন, ঢাকা থেকে যেসব পোশাক কারখানা বিশেষ অর্থনৈতিক অঞ্চল-এসইজেডগুলোয় স্থানান্তরিত করা হবে, তাদের বিশেষ কর অবকাশ সুবিধা দিতে হবে। উচ্চহারে শুল্ক আরোপকারী যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের বাজারসমূহে রপ্তানির ওপর বিশেষ প্রণোদনা দিতে হবে। বিজিএমইএ সভাপতি পণ্য বহুমুখীকরণের প্রস্তাব দিয়ে বলেন, পণ্য বহুমুখীকরণ ও কারিগরি উৎকর্ষ সহায়তা হিসেবে প্রণোদনা দিতে হবে। যৌথ বিনিয়োগ উৎসাহিতকরণ, গবেষণা, উন্নয়ন, ট্রায়াল প্রডাকশন ও প্রটোটাইপিং-সংক্রান্ত কার্যক্রম উৎসাহিত করতে বিশেষ সহায়তা সরকারকে দিতে হবে। পাশাপাশি কোনো উদ্যোক্তা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাইলে, তার জন্য ‘এক্সিট পলিসি’ বা বেরিয়ে যাওয়ার নীতিমালা তৈরি করতে হবে। ড. রুবানা হক বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং নতুন উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দিতে হবে। এর মধ্যে কারখানা স্থানান্তর ও ভবন নির্মাণে সহায়তা, এসএমই ক্লাস্টার গঠনে বিশেষ তহবিল বরাদ্দ, সমস্যাসংকুল কারখানার জন্য বিশেষ সহায়তা ও জরুরি তহবিল গঠন করতে হবে আসছে বাজেটে। এর সঙ্গে টেকসই উন্নয়নে সবার জন্য কর্মসংস্থান উৎসাহিত করতে হবে। পোশাকশ্রমিকদের কল্যাণে বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে।

সর্বশেষ খবর