শিরোনাম
শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে গভীর রাতে অস্ত্রের মুখে দুজনকে অপহরণ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে সশস্ত্র সন্ত্রাসীরা দুই গ্রামবাসীকে অস্ত্রের মুখে তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন- শিসু মারমা (৫০) ও শুমেউ মং মারমা (৫২)। বৃহস্পতিবার মধ্যরাতে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়নের চুশাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়নের চুশাকপাড়া এলাকায় রাতে হানা দেয় একদল সশস্ত্র সন্ত্রাসী। এ সময় ওই গ্রামের বাসিন্দা মৃত মং উলায়ু মারমার ছেলে শিসু মারমা ও শুমেউ মং মারমা নিজ নিজ ঘরে অবস্থান করছিলেন। পরে সশস্ত্র সন্ত্রাসীরা ঘর থেকে তাদের ডেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান উথান মারমা বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে, এ ব্যাপারে কিছুই জানি না। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজ্জল আহামদ খান বলেন, শুনেছি সশস্ত্র সন্ত্রাসীরা দুই গ্রামবাসীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। কিন্তু তাদের পরিবার থেকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করা হয়নি থানায়। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সর্বশেষ খবর