শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

এসেছে মিশিগান ও অ্যারিজোনা থেকে!

বাংলাদেশে করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের পর বাংলাদেশে করোনাভাইরাসের নতুন রূপ দেখতে পেয়েছেন গবেষকরা। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও বিসিএসআইআরের গবেষকরা বাংলাদেশে ভাইরাসটির নতুন এ বৈশিষ্ট্য দেখতে পেয়েছেন। গবেষক দলটির নেতৃত্বে ছিলেন নর্থসাউথের জিনোম রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. মাকসুদ হোসাইন।

করোনাভাইরাসের বৈশ্বিক আচরণের সঙ্গে বাংলাদেশে এর রূপের তুলনা করতে এ গবেষণা পরিচালনা করা হয়। এ জন্য যুক্তরাষ্ট্র (মিশিগান, ওয়াশিংটন, অ্যারিজোনা), স্পেন, ইতালি, ভারত (হায়দ্রাবাদ ও মহারাষ্ট্র), দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইসরাইল, শ্রীলঙ্কা ও কাজাখস্তানের করোনাভাইরাসের রূপের সঙ্গে তুলনা করা হয়েছে। গবেষণায় বাংলাদেশে ভাইরাসটির সম্পূর্ণ নতুন একটি রূপ পাওয়া গেলেও এর সঙ্গে মিশিগান ও আরিজোনার সঙ্গে কিছুটা সদৃশ্যতা খুঁজে পাওয়া গেছে। এ কারণে  ভাইরাসটি যুক্তরাষ্ট্রের এই দুই অঙ্গরাজ্য থেকে বাংলাদেশে এসেছে বলে ধারণা করছেন গবেষকরা।

সর্বশেষ খবর