সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

এক দিনে ১৭৫ পুলিশ ২৬ আনসার আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন আক্রান্তের সংখ্যা ২৬ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত আনসার বাহিনীতে মোট আক্রান্ত হয়েছেন ২১২ জন। এর মধ্যে একজন এরই মধ্যে মৃত্যু বরণ করেছেন। জানা গেছে, গতকাল শনাক্ত ১৭৫ জন নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৭। এর আগে গত শনিবার রেকর্ড সংখ্যক ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সে হিসাবে ওই দিন পর্যন্ত মোট আক্রান্ত ছিল দুই হাজার ৩৮২ জন।

গতকাল পুলিশের করোনাভাইরাস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৯৫ জন সদস্য আছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি। ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনাভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে রবিবারই বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন আটজন। পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আনসার সদর দফতরের উপপরিচালক মেহনাজ তাবাস্সুম রেবিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৫৭ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৯ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর এক সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সদস্যের নাম আবদুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার, আইডি নং-১৩১৮৯, জেলা বগুড়া।

সর্বশেষ খবর