মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

পালানোর তিন ঘণ্টা পর ধরা পড়লেন করোনা রোগী

ফরিদপুর প্রতিনিধি

করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে পালানোর পর করোনায় আক্রান্ত সোবহান মিয়া নামে এক রোগীকে পুলিশ আটক করেছে। গতকাল সকালে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতাল থেকে তিনি কৌশলে পালিয়ে গিয়েছিলেন। এর তিন ঘণ্টা পর নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু ও থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা উদ্যোগ নিয়ে তাকে আটক করতে সক্ষম হন। ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, সকাল ৯টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী সোবহান মিয়া হেঁটে হেঁটে গেটের বাইরে চলে যান। পরে তাকে খুঁজে না পেয়ে বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসক তাকে অবহিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করে। হাসপাতালে ভর্তি থাকা সোবহান মিয়ার বাড়ি নগরকান্দায় হওয়ায় সেখানকার থানা পুলিশকেও অবহিত করা হয়। নগরকান্দা থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রোগী পালানোর সংবাদে তারা সম্ভাব্য সব জায়গায় বার্তা পাঠান। পরে খবর পাওয়া যায় ফরিদপুর-বরিশাল রোডের গজারিয়ায় ওই রোগীকে দেখা গেছে। স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে নগরকান্দার মহিলা রোড এলাকা থেকে আটক করে ফের ফমেক হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, করোনায় আক্রান্ত সোবহান মিয়া ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের একজন পরিচালকের গাড়িচালক। ৪ মে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নে আসেন। ১২ মে তার করোনা ধরা পড়ে। এরপর তিনি ফমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদিকে হাসপাতাল থেকে করোনা রোগী পালিয়ে যাওয়ার পর হাসপাতাল অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর