বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

রসালো দিনাজপুরী লিচু বাজারে

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

রসালো দিনাজপুরী লিচু বাজারে

অনন্য স্বাদের টসটসে দেশ সেরা দিনাজপুরী লিচু সীমিত আকারে বাজারে এসেছে। বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচু এখন গাছে গাছে। তবে রমজানে বাজারে আনতে চায় না অনেক লিচু ব্যবসায়ী। এরপরেও মঙ্গলবার থেকে মাদ্রাজি জাতের লিচু বাজারে এসেছে। তবে ঈদের পরই বাজারে পুরোদমে পাওয়া যাবে। সময়ের আগে বাজারে আসা লিচুর স্বাদ তেমন পাওয়া না গেলেও চাহিদার কমতি নেই। কিন্তু এবার করোনার প্রভাবে লিচু নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ব্যবসায়ীরা। তবে স্থানীয় প্রশাসন লিচু বিক্রি করতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে। লিচু পল্লী খ্যাত মাশিমপুরের মোসাদ্দেক জানায়, গাছে লিচু আলতো সিঁদুর রঙে রঙিন হয়ে ডালে ডালে ঝুলছে। ভালো দাম পাওয়ার আশায় রোজার পরে লিচু বাজারে আনতে চাচ্ছেন ব্যবসায়ীরা। দিনাজপুর শহরের কালিতলার লিচু বিক্রেতা আলামিন জানায়, বাজারে একশ মাদ্রাজি লিচুর মূল্য ১৫০ থেকে ২৫০ টাকা। যদিও বেদানা ও চায়না-থ্রিসহ অন্যান্য জাতের লিচু নামেনি। লিচু বাজারে কেনাবেচা পুরোদমে শুরু হবে ঈদের পর। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, দিনাজপুর জেলায় ছোট-বড় ৪ হাজার ৭৭০ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার ৪১৮টি লিচুর বাগান রয়েছে। এ ছাড়াও কিছু সংখ্যক বাড়ি, বাড়ি সংলগ্ন ভিটা জমিতে ২/৪টি করে লিচু গাছ রয়েছে। দিন দিন লিচুর ফলন এবং দাম ভালো পাওয়ায় এ চাষের জমি বাড়ছে। বাগান ছাড়াও কিছু সংখ্যক বাড়ি, বাড়ি সংলগ্ন ভিটা জমিতে ২/৪টি করে লিচু গাছ রয়েছে।

সর্বশেষ খবর