বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

এসএসসির ফল ঈদের পরই, জানা যাবে মোবাইল ফোনে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, ঈদুল ফিতরের পর চলতি মাসের যে কোন দিন এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষা বোর্ডগুলো। তবে ঈদের আগে ফল প্রকাশ করা হচ্ছে না। এবার প্রি রেজিস্ট্রেশন, মোবাইলের মেসেজ পাঠিয়ে ও পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতি বছরের মতো স্কুলগুলোয় এ ফল পাওয়া যাবে না। জানা গেছে, গত সোমবার ফলাফল সংগ্রহের প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। যারা এ রেজিস্ট্রেশন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। রেজিস্ট্রেশনের জন্য যে কোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে এসএসসি/দাখিল লিখে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকেও ফল জানা যাবে। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গতকাল এই প্রতিবেদককে বলেন, ফলাফলের কাজ শেষ পর্যায়ে। সুবিধাজনক সময়ে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ খবর