শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

করোনা উপসর্গে এক দিনে মৃত্যু ১৩ জনের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাগুলোতে। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলে ১২ জনের মৃত্যু : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া ১২ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজনের করোনা পজিটিভ রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জন হলেন- কাজী জহিরুল (৬৭), ফজলুর রহমান (৪২), ফেলান (৬০), রাশিদা (৫৫), জোবেদা (২৫), আবদুল মালেক (৬০), শহিদুল (৫৫), আবু সাইদ (৫২), মোতালেব (৫০), হাসিবুর রহমান (৫৫),  ফুলবানু  (৬৩) ও মমতাজ  (৬০)।

চট্টগ্রামে মৃত্যু একজনের : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী মারা যান বলে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব জানান। প্রয়াত আবদুস সালামের (৬৫) বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। ডা. রব বলেন, ওই রোগী তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার বিকালে ভর্তি হন। আইসিইউতে শয্যা না থাকায় তাকে সে সুবিধা দেওয়া যায়নি। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর