শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

পোশাক শ্রমিকদের বিক্ষোভ অবরোধ অব্যাহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শতভাগ ঈদ বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল দিনভর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে দুই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, এবারের ঈদে সরকার ও বিজিএমইএ কারখানার শ্রমিকদের শতকরা ৫০ ভাগ ঈদ বোনাস ও করোনা পরিস্থিতিতে কারখানা বন্ধ থাকায় বা কাজ না করায় শ্রমিকদের মূল বেতনের শতকরা ৬০ ভাগ বেতন প্রদানের সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু কারখানার শ্রমিক ওই সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না। তারা কারখানা কর্তৃপক্ষের কাছে অযৌক্তিকভাবে শতভাগ ঈদ বোনাস ও বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবারও জেলার কয়েকটি কারখানার শ্রমিকরা ওই দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি করেছেন। গাজীপুর শিল্পপুলিশের ইন্সপেক্টর ইস্কান্দর মো. হাবিবুর রহমানসহ শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ী তারগাছ এলাকার ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাসসহ চলতি মে মাস এবং এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। সর্বশেষ বুধবার ছিল পরিশোধের নির্ধারিত তারিখ। কিন্তু এদিনও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকেন। এ সময় উত্তেজিত কয়েকজন শ্রমিক কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে। আলোচনা শেষে সরকার ও বিজিএমইএর সিদ্ধান্ত মোতাবেক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস ও এপ্রিল মাসের বেতন বৃহস্পতিবার বিকালে পরিশোধের আশ্বাস দেয়। পরে দুপুরে শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে কারখানায় গিয়ে অবস্থান নেন। এদিকে শিল্পপুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, শতভাগ ঈদ বোনাসসহ পাওনাদি পরিশোধের দাবিতে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার গোল্ডেন থ্রেড কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছেন। ঈদুল ফিতর উপলক্ষে এ কারখানাটি বৃহস্পতিবার হতে ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঈদ বোনাসের টাকা মোবাইল অ্যাকাউন্টে দেখতে না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা বন্ধ কারখানার সামনে এসে জড়ো হয়ে ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার  চেষ্টা করে। এ সময় পুলিশের কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, শ্রমিকদের পাওনাদি বুধবার ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ব্যাংকিং সমস্যার কারণে শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্টে টাকা জমা হতে বিলম্ব হচ্ছে। এ সময় পুলিশ আন্দোলনরত শ্রমিকদের ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানালে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান করতে থাকেন। এদিকে ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্টে ঈদ বোনাসের টাকা জমা হতে থাকলে তারা আন্দোলন প্রত্যাহার করে কারখানা এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার ইন্টারম্যাক্স গার্মেন্ট, কাশিমপুর এলাকার ডেল্টা এক্সেসরিজ, সাইনবোর্ড এলাকায় ইউরো ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানা এলাকায় বিক্ষোভ ও অবস্থান করেছে। এসব পৃথক ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে। আলোচনা শেষে তাদের পাওনাদি পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা শান্ত হয়।

সর্বশেষ খবর