শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল কোর্টে ৯ দিনে জামিন ২০ হাজার আসামির

নিজস্ব প্রতিবেদক

দেশের বিচার বিভাগে ভার্চুয়াল পদ্ধতি চালু হওয়ার পর থেকে ৯ কার্যদিবসে দিনে সারা দেশের আদালতগুলোতে প্রায় ২০ হাজার আসামি জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে বুধবার পর্যন্ত দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রই দেখা গেছে। জামিনযোগ্য ধারা হলেও, করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে আদালত বন্ধ থাকায় এত দিন এসব আসামি জামিন আবেদনের সুযোগ পাচ্ছিলেন না। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, সারা দেশের অধস্তন আদালতে কার্যরত ভার্চুয়াল আদালত ৯ কার্যদিবসে ৩০ হাজার ২০৫টি জামিন আবেদন নিষ্পত্তি করেন। এর মধ্যে ১৯ হাজার ৪৬১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাই কোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। পরদিন ১১ মে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এক আসামির জামিনের খবর আসে। করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট।

সর্বশেষ খবর