শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে

-কামরুল হাসান খান

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রতিদিনই রেকর্ড ভাঙছে। এ পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া হয়েছে। দেশের অর্থনীতি সচল রাখতে অফিস,  গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। তাই করোনার প্রকোপ থেকে বাঁচতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, দেশের মানুষের জীবন-জীবিকা নিয়ে সরকারকে ভাবতে হয়। এ ছাড়া আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের বিষয়ও আছে। তাই কর্মজীবী মানুষকে কাজে নামতে হচ্ছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এ সময় যদি আক্রান্ত বাড়ে তাহলে দেশের স্বাস্থ্য খাতের ওপর চাপ তৈরি হবে। সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছে। এতে করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। দেশের চিকিৎসা ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। কাঁচাবাজার, অফিস, শিল্পকারখানা সব জায়গায় সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানছে তারা সুস্থ থাকছে।

সর্বশেষ খবর