শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

অফিস ব্যবস্থাপনায় বিধি আরোপ করতে হবে

-আফজালুর রহমান

অফিস ব্যবস্থাপনায় বিধি আরোপ করতে হবে

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেছেন, দেশে অর্থনীতির বিষয়টি মাথায় রেখে সরকার লকডাউন তুলে নিচ্ছে। অফিস আদালত চালু হলে জনসমাগম যেন না হয় এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

অফিসগুলোতে শিফট করে কাজ চালানো যেতে পারে। হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক ছিটানো, মাস্ক ব্যবহার করতে হবে।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন বাজারে তিন ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে। এর মধ্যে এন৯৫ মাস্ক ব্যবহার করবেন কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্যকর্মীরা। সার্জিকাল মাস্ক ব্যবহার করবেন অন্যান্য রোগীদের সেবাদানকারী স্বাস্থ্যকর্মীরা। সাধারণ মানুষ কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন। প্রয়োজনে একটার জায়গায় দুটি পরতে পারেন। অনেকে করোনার সময়ে প্লাস্টিকের ভাল্ব লাগানো মাস্ক ব্যবহার করছেন। এই ভাল্বের মাধ্যমে রোগী হাচি-কাঁশি দিলে সেই জীবাণুযুক্ত বাতাস বাইরে বেরিয়ে আসে। এটি ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর। এগুলোকে পরিহার করতে হবে। নিয়মিত তাপমাত্রা দেখতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে।

সর্বশেষ খবর