শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

শারীরিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই

-লেলিন চৌধুরী

শারীরিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লেলিন চৌধুরী বলেছেন, দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এর মধ্যে সরকারের লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তের অর্থ হলো করোনা নিয়ে সরকারের আর কিছু করার  নেই। তাই          করোনার হাত থেকে বাঁচতে নিজেদের সচেতন হতে হবে। অফিস, গণপরিবহন সব জায়গায় শারীরিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংক্রমণের এই ঊর্ধ্বমুখী সময়ে লকডাউন আরও জোরদার করতে হয়। আমাদের দেশে উল্টো লকডাউন খুলে দেওয়া হয়েছে। এতে করোনাকে আরও সহায়তা করা হলো আরও বেশি বেগে সংক্রমিত করতে। এখন বাঁচতে গেলে প্রতিটি মানুষকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এই স্বাস্থ্যবিধি মেনে আমাদের দেশের বাসে, ট্রেনে কিংবা লঞ্চে চলাচল করা কীভাবে সম্ভব তা নিয়ে আমার সন্দেহ আছে। এত অল্প জায়গায় তিন ফুট দূরত্ব বজায় রাখা অসম্ভব। আমরা যদি লাশের বোঝা আর বাড়াতে না চাই তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।  

সর্বশেষ খবর