শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইসহাক (৩২) ওরফে রোহিঙ্গা ডাকাত ইসহাক নিহত হয়েছে। তিনি রোহিঙ্গা ডাকাত দল ‘জকির বাহিনী’র সদস্য বলে জানা গেছে।

গতকাল কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গুলি বিনিময়ের সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ইসহাক সাবরাং ইউনিয়নের আছাবনিয়া এলাকার  বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সঙ্গে কাজ করছিল। তিনি আরও জানান, ভোর রাতে টেকনাফের খোন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাককে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। তখন গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ মৃতদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর