সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

ঘরে বসেই ফল বিদ্যালয়ে ছিল না হইহুল্লোড়

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এসএসসি ও সমমানের ফলাফলের দিনে গতকাল তাই স্কুলে স্কুলে শিক্ষার্থীদের ছিল না উপস্থিতি, ছিল না কোনো হইহুল্লোড়। প্রতি বছর ভালো ফল করা শিক্ষার্থীরা স্কুলে নেচে-গেয়ে উৎসব করলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন কোনো আয়োজনই ছিল না গতকাল। তাই ভালো ফল করলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল না শিক্ষার্থীদের উচ্ছ্বাস। এ বছর সারা দেশের ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। তবুও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সানাই-বাদ্যযন্ত্রের সুরও বাজেনি স্কুলগুলোতে। স্কুলে না এসে গতকাল অনলাইন ও মোবাইলে ফল সংগ্রহ করেছে সারা দেশের এসএসসি ফলপ্রার্থীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে বলা হয়েছিল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পক্ষ থেকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়ারও নিষেধাজ্ঞা ছিল। তাই অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল সংগ্রহ করেছে শিক্ষার্থীরা।  ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, করোনাভাইরাসের কারণে দেশের মানুষ চরম দুর্যোগে পতিত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফলপ্রার্থীরা স্কুলেও আসেনি। তাই ভালো ফল করা শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ও নাচ-গান ছিল না প্রতিষ্ঠান প্রাঙ্গনে। তারপরও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা ফোন করে তাদের আনন্দ ও সন্তুষ্টির কথা শিক্ষকদের জানিয়েছেন।

সর্বশেষ খবর