সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

দুই মাস পর চালু শেয়ারবাজার, সূচক কিছুটা উত্থান

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। গতকাল দেশের দুই বাজারেই উত্থান হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকায় লেনদেন তুলনামূলক কম হয়েছে।

বাজার লেনদেনে দেখা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০ পয়েন্টে উঠে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৬৮টির আর ১৯৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ২৯ লাখ টাকা। শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার আগে শেষ কার্যদিবসে বাজারটিতে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১৩ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৭৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারীর বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ ছিল শেয়ারবাজার। সাধারণ সময়ে সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত চার ঘণ্টা লেনদেন হতো। মহামারীর পরিস্থিতিতে আপাতত এক ঘণ্টা আগেই লেনদেন হবে।

 

সর্বশেষ খবর