মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

ফুলে ফুলে সুরভিত সড়ক

মোস্তফা কাজল, চট্টগ্রাম থেকে ফিরে

ফুলে ফুলে সুরভিত সড়ক

বাহারি রঙিন ফুলে রঙিন পিচঢালা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ড। নান্দনিক ফুলের মেলায় বর্ণিল সড়কদ্বীপে পরিণত হয়েছে মাইলের পর মাইল। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৯২ কিলোমিটার মহাসড়কের ১৪৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফুল গাছ লাগানো হয়েছে। এসব গাছে নানা রঙের ফুলে বর্ণিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর  লেনের আইল্যান্ড। দেশের লাইফলাইন হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন সৌন্দর্যের অপরূপ দৃশ্যে পরিণত হয়েছে। জানা গেছে, এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির ওপর না পরে সেজন্য ডিভাইডারের ওপর রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফুল গাছ। ফলে মহাসড়কের কোথাও কোথাও দেখা যায় ফুলের বাগান। আবার কোথাও কোথাও সবুজ বৃক্ষের সমারোহ। এসব ফুল গাছের মধ্যে রয়েছে হৈমন্তী, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল প্রভৃতি। প্রথম ধাপে এরকম ৫৪ হাজার ফুল গাছ লাগানো হয়েছে কুমিল্লার দাউদকান্দি থেকে সুয়াগাজী বাজার পর্যন্ত। আবার দ্বিতীয় ধাপে চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত লাগানো বাহারি ৪২ হাজার গাছ-গাছালি। এগুলোর উচ্চতা ২ মিটার থেকে ৫ মিটার পর্যন্ত। করোনাভাইরাসের কারণে গণপরিবহন প্রায় দুই মাস বন্ধ থাকায় এ অঞ্চলের প্রাণ ও প্রকৃতি যেন নতুন জীবন পেয়েছে। এ মনোরম পরিবেশ দেখে মুগ্ধ এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা। বিশেষ করে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, নিমসার, সুয়াগাজী, মিয়াবাজার ও ফেনীর বিভিন্ন অংশে যেখানেই চোখ পড়বে সেখানেই ফুলের সমারোহ চোখে পড়বে। এ মহাসড়কের ফোর লেনের আইল্যান্ডে কুমিল্লাসহ ফেনী, চট্টগ্রাম অংশে যেন বর্ণিল ফুলের মেলা বসেছে।

এ ছাড়া সৌন্দর্য বৃদ্ধি এবং আইল্যান্ড দখলমুক্ত রাখতেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  ফোর লেনের প্রজেক্ট ম্যানেজার নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার জানান, এ মহাসড়কের ফেনী জেলা অংশের আইল্যান্ডে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, একাশিয়া, হরীতকীসহ বিভিন্ন প্রজাতির ৪২ হাজার গাছ লাগানো হয়েছে। এ মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালক খোরশেদ আলম বলেন, আমি প্রতিদিন কুমিল্লা শহর থেকে ফেনীর মহিপালে যাতায়াত করি। মহাসড়কের মাঝে মাঝে ফুলের বাগান দেখতে খুব ভালো লাগে। এমন সুন্দর ফুলের বাগানে দিন দিন মহাসড়কের আকর্ষণ বাড়ছে। সড়ক ও জনপদ অধিদফতর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, ফোর লেন প্রকল্পের আওতায় ১৪টি বাইপাস, সেতু ও কালভার্ট ছাড়া মহাসড়কের মিডিয়ানে (আইল্যান্ড) এসব গাছ লাগানো হয়েছে। গাছ পরিচর্যায় প্রতিদিন ৩৫ জন শ্রমিক কাজ করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর