মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে টেকনাফের নে-টংপাড়া এলাকায় বন্যপ্রাণী পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টায় বিসিজি স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য থামতে বলা হলে প্লাস্টিকের কৌটা ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া প্লাস্টিকের কৌটা থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২২০ গ্রাম এবং ৯ ইঞ্চি লম্বা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান বলেন, টেকনাফ বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে তক্ষকটি বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর