বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় প্রথম রোহিঙ্গার মৃত্যু

আক্রান্ত ২৯ আইসোলেশনে ১৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে প্রথমবারের মতো একজন রোহিঙ্গার মৃত্যু  হয়েছে। ৩০ মে রাতে কক্সবাজারের উখিয়া ‘এমএসএফ’ হাসপাতালে ওই রোহিঙ্গা মারা যান। গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বয়স ৭১ বছর বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া। এ ঘটনায় আরও নয়জন রোহিঙ্গাকে আইসোলেশনে পাঠিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়। ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া জানান, উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন ক্যাম্পের একটি ব্লকে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হন। পরে ৩০ মে ওই রোহিঙ্গা মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ওই বৃদ্ধ রোহিঙ্গা করোনা উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। তার করোনা পজিটিভ আসে। এ কারণে মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা নয়জন রোহিঙ্গাকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের সবার শারীরিক অবস্থা ভালো আছে এখন পর্যন্ত।

আরআরআরসি কার্যালয় জানিয়েছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় কেন্দ্রে ২৯ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছে। তাদের সংর্স্পশে আসা ৭৫৯ জন রোহিঙ্গাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৬১৮ জনের কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত তিন হাজার ৬০০ পরিবারের ১৬ হাজার মানুষ ক্যাম্পে লকডাউনে রয়েছে। এদিকে গতকাল প্রথমবারের মতো একজন রোহিঙ্গার মৃত্যুর পর করোনা পজিটিভি রিপোর্ট আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পগুলোতে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, ‘শরণার্থী ক্যাম্পে প্রথমবারের মতো করোনায় একজন রোহিঙ্গা মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে। করোনা প্রতিরোধে ক্যাম্পে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ আরও কঠোর প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।’ উখিয়ার কুতুপালং (পূর্ব) ক্যাম্পের সিআইসি (ইনচার্জ) মোহাম্মদ খলিলুর রহমান খান জানান, তার ক্যাম্পের সি-ব্লকের এক রোহিঙ্গা মারা গেছেন। তার সংস্পর্শে আসা ও পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হবে।

সর্বশেষ খবর