বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

নকল হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার, পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ছিল খাদ্যের লাইসেন্স। তৈরি হচ্ছিল হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার। প্যাকেটের গায়ে লেখা ছিল ‘১০০ ভাগ জীবাণুনাশক’। ৯৯.৯৯ শতাংশ জীবাণুনাশক শোনা গেলেও ১০০ ভাগ জীবাণুনাশক লেখা দেখা গেল এসব পণ্যে। রাজধানীর খিলগাঁও গোড়ানে রেজা ফুড প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানে এ চিত্র দেখা যায়। পরে ৫ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে চলা অভিযান শেষ হয় দুপুর ১টায়। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় বিপুল পরিমাণ নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, নকল স্যানিটাইজার পণ্য তৈরির অভিযোগে এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। তাদের হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার গায়ে লেখা ছিল ‘১০০ ভাগ জীবাণুনাশক’। তারা সর্বোচ্চ ৯৯.৯৯ ভাগ শুনেছেন, কিন্তু ১০০ ভাগ জীবাণুনাশক শুনেননি। আর এই সম্পৃক্ত কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। চট্টগ্রামের ‘অগ্নিবাস’ নামে একটি প্রতিষ্ঠানের নামে এগুলো বাজারে ছাড়ত। রেজা ফুড প্রোডাক্টের নামে খাদ্যের লাইসেন্স থাকলেও করোনাকালকে কাজে লাগিয়ে অনুমোদন ছাড়া হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন, প্যাকেজিং ও বিপণন করে আসছিল তারা। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে নকল মালামাল জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর