শিরোনাম
বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

ঢাকার বায়ুর মানে উন্নতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বায়ুর মানে উন্নতি

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। গতকাল সকাল ৯টা ৪ মিনিটে বাতাসের মান সূচকে ৮৬ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১২তম অবস্থানে ছিল ঢাকা। এর অর্থ হলো- ঢাকার বায়ুদূষণ বর্তমানে গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে।

দূষিত বাতাসের শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ভারতের দিল্লি যথাক্রমে ১৮৭, ১৮৬ এবং ১২৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে। প্রসঙ্গত, একিউআই স্কোর যখন ৫১ থেকে ১০০ থাকে তখন বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে এ অবস্থায় শিশু, বয়স্ক ও যাদের শ্বাসকষ্ট আছে তাদের বাইরে বেশি সময় না থাকার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই এমন এক সূচক যা নির্দিষ্ট একটি শহরের বায়ু কতটুকু পরিষ্কার বা দূষিত তা এবং এ সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকিগুলো জনগণকে জানিয়ে থাকে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন। জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। তবে বর্ষা মৌসুমে এখানে বাতাসের মানে উন্নতি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর