শিরোনাম
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

বাড়ছে মোবাইল ও ইন্টারনেট খরচ

নিজস্ব প্রতিবেদক

করোনাকালের বাজেটে এবার মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর খরচ বাড়ানো হতে পারে। জানা গেছে- আসছে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটের খরচ মেটাতে মোবাইল কল রেটের ওপর নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে বলে জানিয়েছেন বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব বিভাগের কর্তাব্যক্তিরা। বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন- নিয়মনুযায়ী বাজেট ঘোষণার দিন আগামী ১১ জুন থেকেই ওই সম্পূরক শুল্ক কার্যকর হবে। এবারের বাজেটে মোবাইল কল রেটে বিদ্যমান সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে। অর্থাৎ নতুন করে ৫ শতাংশ শুল্ক বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের জন্য টকটাইম এবং এসএমএসে ১৫ শতাংশ ভ্যাট ও এক শতাংশ সারচার্জ রয়েছে। আর মোবাইল ইন্টারনেট ব্যবহারের ভ্যাট প্রযোজ্য রয়েছে ৫ শতাংশ। অর্থাৎ সম্পূরক শুল্ক বাড়লে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো ও ইন্টারনেট ব্যবহারের খরচও বেড়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে এই খাত থেকে আয় বাড়তে পারে।

সর্বশেষ খবর