শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

নাসিম ও জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে দুই দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. মনোয়ারুল সাদিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে গলাব্যথা ও কাশি কিছুটা কমেছে করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ  চৌধুরীর। তার শ্বাসকষ্টও কমেছে। এখন খাবারেও কিছু রুচি আসছে। নিয়মিত গরম পানি ও চা পান করায় গলাব্যথা ও কাশি কমেছে। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ শাখার কর্মকর্তা মো. ফরহাদ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্যার (ডা. জাফরুল্লাহ) দুইবার প্লাজমা থেরাপি দিয়েছেন। এ ছাড়াও তার শরীরে দুই ব্যাগ রক্ত  দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।’ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কে ডা. মনোয়ারুল সাদিক বলেন, গত সোমবার দুপুর  থেকে তিনি (মোহাম্মদ নাসিম) শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।  সোমবার রাতেই আইসিইউতে রেখে তার প্রথম প্লাজমা  থেরাপি দেওয়া হয়। এরপর অবস্থার উন্নতির দিকে যায়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাকে আরও একবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর