শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

পাটমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজ কামরুজ্জামান সহ গ্রেফতার ৫

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ আসনের রূপগঞ্জ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর এপিএস পরিচয় দিয়ে  বেশ কিছুদিন যাবত চাঁদাবাজি করছিল কামরুজ্জামান হীরা নামের এক সন্ত্রাসী। সে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিয়ে রূপগঞ্জে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি মন্ত্রির দৃষ্টিতে এলে তিনি পুলিশ সুপারকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং এর প্রেক্ষিতে গতকাল কামরুজ্জামান হীরাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে বিশ্বাস অটো সিরামিক অ্যান্ড ব্রিকসের টাইলসের ব্যবস্থাপক সাব্বির বাদী হয়ে ৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতরা হলেন, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার মাদ্রাসা গলি এলাকার আবুল কাশেমের ছেলে কামরুজ্জামান হীরা। উপজেলার সাওঘাট এলাকার তারাজ উদ্দিনের ছেলে মহিউদ্দিন, গোলাকান্দাইল এলাকা নিপেন্দ্র দাসের ছেলে তাপস দাস, পশ্চিমগাঁও এলাকা আমিনুল ইসলামের সাজ্জাদ হোসেন, আবদুল হালিমের ছেলে রনি ভুইয়া। এ মামলায় সুমন ও রাজু নামে আরও দুজন পলাতক রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর