শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির ঘোষণা ব্রিটেনের

প্রতিদিন ডেস্ক

ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সম্ভাব্য কভিড-১৯ ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করতে সক্ষম হবে। দুটি নতুন চুক্তি হওয়ার পর তাদের সক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। সম্প্রতি এই ওষুধ কোম্পানি থেকে এ কথা জানানো হয়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত মাসে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, তাদের ১০০ কোটি ডোজ তৈরির সক্ষমতা রয়েছে। তারা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে এ ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।

গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা দুটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে, যাতে তাদের উৎপাদনক্ষমতা দ্বিগুণ হবে। নতুন চুক্তির মধ্যে একটির পেছনে রয়েছেন বিল গেটস। অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে তাদের তৈরি ভ্যাকসিনের অর্ধেক নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সরবরাহ করার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার একটি চুক্তি হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে, যারা বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে পরিচিত। আরেকটি চুক্তি হয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের অর্থায়নে পরিচালিত দুটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে। শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার : সান দিয়েগোতে অবস্থিত সোরেন্টো থেরাপিউটিক্স নামক একটি বায়োটেক সংস্থা দাবি করেছে, পেট্রি ডিশ পরীক্ষায় তাদের আবিষ্কৃত এসটিআই-১৪৯৯ অ্যান্টিবডি সুস্থ মানব কোষে করোনাভাইরাসের প্রবেশ আটকে দিতে শতভাগ সফল হয়েছে। এই অ্যান্টিবডি নিয়ে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর  সোরেন্টো থেরোপিউটিকস পরবর্তী কার্যক্রমে এগোচ্ছে। খবর ফক্সনিউজের। নিউইয়র্কের এমটি সিনাই স্কুল অফ মেডিসিনের সহযোগিতায় সোরেন্টো যে ড্রাগ ‘ককটেল’ তৈরির জন্য পরিকল্পনা করছে, এসটিআই-১৪৯৯ অ্যান্টিবডি তাদের মধ্যে একটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সোরেন্টো বলছে, মাসে তারা দুই লাখ ডোজ পর্যন্ত অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এ ছাড়া সংস্থাটি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে। প্রস্তুত থাকবে মডার্নার ১০ কোটি টিকা : কার্যকর বলে প্রমাণ হোক বা না হোক, এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের হাতে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি কভিড-১৯ টিকার অন্তত ১০ কোটি ডোজ প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফাউচি। তার আশা, ২০২১ সালের শুরুতে এ তালিকায় আরও কয়েক কোটি ডোজ টিকা যুক্ত হবে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীর সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে গত মঙ্গলবার ফাউচি এসব কথা বলেন। তিনি বলেন, গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে বায়োটেক কোম্পানি মডার্নার তৈরি টিকাগুলো দিয়ে স্বেচ্ছাসেবীদের শরীরে চূড়ান্ত পর্যায়ের (তৃতীয় ধাপে) পরীক্ষা চালানো হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর