শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১২৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

সরকার প্রশাসনের ১২৩ উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। এসব কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে গতকাল এ-সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এমন এক সময় সরকার পদোন্নতি দিল, যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে দেশজুড়ে বিরাজ করছে অস্বাভাবিক অবস্থা। গত বছরের ১৬ জুন ১৩৬ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার। প্রশাসনের নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন করে পদায়ন করা হয়নি। জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১১৭ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত রয়েছেন। বাকি ছয়জন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত রয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বেশিরভাগই হচ্ছে বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত অন্যান্য ব্যাচের কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। প্রসঙ্গত, প্রশাসনে যুগ্মসচিবের ৪১১টি নিয়মিত পদ থাকলেও এই পদোন্নতির ফলে এখন যুগ্মসচিবের সংখ্যা হচ্ছে ৭৩৯ জন।

সর্বশেষ খবর