রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

পিছিয়ে যাচ্ছে কলেজে ভর্তি নতুন বই নিয়ে অনিশ্চয়তা

কারণ করোনা ভাইরাস

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশের এক সপ্তাহ পরে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর একাদশে কলেজে ভর্তি প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এদিকে করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণির নতুন বই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র বলছে, কলেজের ক্লাস শুরুর আগেই বই বাজারে চলে যাবে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ৩১ মে প্রকাশিত হয়েছে। গতকাল ৬ জুন থেকে একাদশে ভর্তি কার্যক্রম চালুর প্রস্তুতি ছিল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের। গত কয়েক বছর ধরে অনলাইন ও মোবাইলে মেসেজের মাধ্যমে চলে ভর্তি কার্যক্রম। ভর্তি কার্যক্রম শেষে প্রতি বছর ১ জুলাই কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। কিন্তু করোনার প্রকোপের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ কার্যক্রম শুরু হয়নি। একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে সময় লাগবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ভর্তি কার্যক্রম শুরুর জন্য শিক্ষা বোর্ডগুলো বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ এ প্রতিবেদককে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই একাদশের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। জানা গেছে- করোনাভাইরাসের সংক্রমণের কারণে আটকে গেছে উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যবই মুদ্রণ ও রচনা কার্যক্রম। সরকারি তত্ত্বাবধানে থাকা ৩টি বই (বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য ও সহপাঠ) বিক্রির লক্ষ্যে দরপত্র কার্যক্রম এখন পর্যন্ত শুরুই করা হয়নি। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইও সরকারি তত্ত্বাবধানে হওয়ার কথা রয়েছে। এ বই রচনার বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ থমকে আছে বলে জানা  গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ আছে। একাদশের ক্লাস শুরুর আগেই এসব বই বাজারে চলে যাবে আশা করি। তিনি বলেন, সরকারি তত্ত্বাবধানে তিন বইয়ের বাইরে বাকি বইগুলো বিভিন্ন প্রকাশনী বাজারজাত করে থাকে। সেগুলো যথাসময়ে পেতে শিক্ষার্থীদের সমস্যা হবে না আশা করি।

সর্বশেষ খবর