রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

মাস্ক পরা বাধ্যতামূলক বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস মহামারী শুরুর পর সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার এখন বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : বিবিসি।

নতুন এক গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যের শরীরে তা ছড়ানোর  ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে মাস্ক। সংস্থার কভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রধান মারিয়া ভ্যান কারখোভ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে আমরা কাপড়ের মাস্ক-যা মেডিকেল মাস্ক নয়, সেটি সুনির্দিষ্ট করে দিচ্ছি।’ কারখোভ বলেন, ‘আমাদের কাছে নতুন গবেষণার তথ্য আছে। তাতে দেখা গেছে, সঠিকভাবে মাস্ক ব্যবহার করা হলে তা সংক্রমণ ঠেকানোর কাজ করতে পারে।’ উল্লেখ্য, সংস্থার পক্ষ থেকে সব সময়ই বলা হয়েছে, যারা অসুস্থ বা  করোনা উপসর্গ দেখা দিয়েছে এবং আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন- তাদের জন্য মেডিকেল মাস্ক পরা আবশ্যক।

সর্বশেষ খবর